ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আশুলিয়ায় শীতার্তদের পাশে দাঁড়ালো যুবলীগ 

Ayesha Siddika | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৪ - ০৬:৪২:৩৭ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আশুলিয়ায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো আশুলিয়া থানা যুবলীগের নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার হাজী জয়নুদ্দীন স্কুল মাঠে থানা যুবলীগের উদ্যোগে কম্বল বিতরণ করেন তারা। এসময় প্রায় ১হাজার অসহায় ও দুস্থদের মাঝে শীত নিবারন হিসেবে কম্বল তুলে দেন। 

প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে ও থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহফুজ আহম্মেদ, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইসমাঈল হোসেন বকুল ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরকার, ধামসোনা ইউনিয়ন যুবলীগের ১নং সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম খাঁন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রতন আহমেদ, প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ আলামিন মোল্লা, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রিয়াজ পালোয়ান, মোঃ আসলাম আলী, মোঃ পারভেজ কাজী, মোঃ কানন মোল্লাসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের অন্যান্য নেতাকর্মী।
প্রধান অতিথি বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আমরা আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থদের পাশে থাকারও আহবান জানান।

 

 

কিউটিভি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad