স্পোর্টস ডেস্ক : মেসি ও আন্তোনেলা রোকুজ্জো দম্পতির তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো। ২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। তার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয় তার পরিবারও। বাবার কল্যাণে থিয়াগো, মাতেওরা সুযোগ পায় মায়ামির একাডেমিতে। অবশ্য ফুটবলীয় দক্ষতায় বাবার সঙ্গে সবচেয়ে বেশি মিল ৮ বছরের মাতেওর।
সম্প্রতি মায়ামি একাডেমিতে খেলা তার একটি ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে হ্যাটট্রিক গোল তুলে নিয়েছে মাতেও। তবে ফুটবলপ্রেমীদের চোখ জুড়িয়েছে বাবা মেসির মতো তার ড্রিবলিং, বল দখল ও বল পাসের দক্ষতা।
পার্থক্যটা কেবল শট নেয়ায়। মেসি যেখানে বাঁ পায়ে শট নিয়ে থাকেন সেখানে মাতেওর জোরটা ডান পায়ে বেশি। দলের হয়ে ইতোমধ্যে ১০ গোল করেছে এ ফরোয়ার্ড। বাবার মতো ফুটবলীয় দক্ষতা অর্জন করে এ বয়সেই অনেক ভক্ত পেয়েছে মাতেও। ভবিষ্যত তারকা হওয়ার সব সম্ভাবনাই আছে তার মধ্যে।
কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০০