
ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মুঞ্জুরুল হক ও অ্যাডভোকেট গোলাম রব্বানী।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ আবুল হোসেন দিপু সাবেক ছাত্রলীগ নেতা। এছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী নবীন লীগের কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।
ময়মনসিংহ-১০; গফরগাঁও উপজেলা ও পাগলা থানা নিয়ে সংসদীয় আসনে লড়বেন ড. মোহাম্মদ আবুল হোসেন দিপু। সেখানে সাবেক সংসদ সদস্য প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে বর্তমান সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। তিনি এর আগে উপজেলা চেয়ারম্যান এবং পরে দুইবারের সংসদ সদস্য (২০১৪ এবং ২০১৮)। এবারও তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের আপিল শুনানির দিনে নামঞ্জুর হয় ড. মোহাম্মদ আবুল হোসেন দিপুর প্রার্থিতা। ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে জটিলতায় তার আবেদন নামঞ্জুর হয়। প্রার্থিতা বাতিল হওয়ার আগে আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন তিনি। এরপরে তিনি নির্বাচন কমিশনে আবেদন করে বিফল হয়ে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন উচ্চ আদালত।
কিউটিভি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪০