ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মহান বিজয় দিবসে আশুলিয়ায় শ্রমিকদের মাঝে খাবার বিতরণ 

Ayesha Siddika | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ - ০৪:১৪:১০ পিএম
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়। এসময় শ্রমিকদেরকে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং শেষে  দুইশো জনের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর শেখ লালন ও  সাংগঠনিক সম্পাদক মোঃ ঈসমাইল হোসেন ঠান্ডুর সার্বিক তত্ত্বাবধানে এ সময়ে শ্রমিক নেতা মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতা ঈসমাইল হোসেন ঠান্ডু বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনে ৩০লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। ফলে আমরা আজ প্রাণ খুলে বাংলা ভাষায় কথা বলতে পারছি।
যার নির্দেশে বাংলাদেশের মানুষ ঐ পাকিস্তানি হানাদারের ওপর ঝঁপিয়ে পড়েছিল, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। করোনা মহামারীর সময়ে শ্রমিকরা ৬০% বেতন পেয়েছিলো। তখন ঐ বেতন দিয়ে শ্রমিকদের চলতে অনেক কষ্ট হয়েছিলো। ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ভাই তখন আমাদের পাশে ছিলেন। শ্রমিকদের অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন।
আমরা দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছি। তিনি ঐসময়ে শ্রমিকদের নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি রাখেন নি। আমরা সাইফুল ভাইকে বিপদে-আপদে পাশে পেয়েছি। তার কাছে শ্রমিকদের ফ্রি চিকিৎসার জন্য একটি হাসপাতাল স্থাপনের আবদার করেছি। আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্বাচিত হলে একটি হাসপাতাল করে দিবেন। আমরা তার জন্য সকলের কাছে দোয়া চাই, তিনি যেন নির্বাচিত হয়ে দশের সেবায় নিয়োজিত থাকতে পারেন।   

 

কিউটিভি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad