ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ঢাকা-১৯ আসনে ১৩জনের মধ্যে ৭জনের মনোনয়ন বৈধ ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ - ০৪:৫৪:৫৯ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৯ আসনে ১৩জন প্রার্থীর মধ্যে ৭জনের বৈধ ও ৬জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-১৯ আসনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।  
মনোনয়ন বৈধ প্রার্থীরা হলো, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ নুরুল আমীন, জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ শামছুদ্দিন আহম্মেদ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহবুবুল হাসান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মিলন কুমার ভঞ্জ।
অন্যদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারি, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ জুলহাস, জাতীয় পার্টির ২জন আবুল কালাম আজাদ ও মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আইরিন পারভীন এবং বিএনএমের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম মেম্বার।
এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে সাত জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad