
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ৬ জনের মনোনয়পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ ঘোষণা দেন। এ ছাড়া এ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান বলেন, মনোনয়নপত্রে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৯ আসনে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া এ আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বৈধ হলো যাদের, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ, গণফ্রন্ট মনোনীত প্রার্থী নুরুল আমীন, জাকের পার্টি মনোনীত প্রার্থী শামছুদ্দিন আহম্মেদ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহবুবুল হাসান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মিলন কুমার ভঞ্জ।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারি, বাংলাদেশ সুপ্রিম পার্টির জুলহাস, জাতীয় পার্টির ২জন আবুল কালাম আজাদ ও মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আইরিন পারভীন এবং বিএনএমের প্রার্থী সাইফুল ইসলাম মেম্বার।
কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:২১





