
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির জিল্লু-সামাদ পরিষদ পূর্ণ প্যানেলকে নির্বাচিত করার লক্ষ্যে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাভার শিমুলতলা এলাকায় এমকে টাওয়ারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি মোজাম্মেল হক জিল্লু ও সাধারণ সম্পাদক পদে এমএ সামাদ আকন্দ সহ পূর্ণ প্যানেলকে নির্বাচিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

প্রধান অতিথি তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির জিল্লু-সামাদ পরিষদের নির্বাচন উপদেষ্টা এসএম কামালের উপস্থিতিতে সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির রশিদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মোস্তফা কামাল, তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির জিল্লু-সামাদ পরিষদের কার্যনির্বাহী পদ প্রার্থী মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকে।
প্রসঙ্গতঃ আগামী ২৫শে নভেম্বর রোজ শনিবার ঢাকায় তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির জিল্লু-সামাদ পরিষদ ও সাখাওয়াত কবির পরিষদ দুই প্যানেলের মধ্যে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এর ভোট গ্রহণ।
কিউটিভি/আয়শা/১৮ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৫