ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

রোবটের হাতে মানুষ খুন

uploader3 | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ - ০৯:৪১:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি রোবট এক ব্যক্তিকে বাক্স মনে করে চাপ দিয়ে মুখমণ্ডল ও বুক দুমড়ে মুচড়ে দেয়। পরে তার মৃত্যু হয়। এ সময় ওই ব্যক্তি একটি কৃষিজ পণ্যের প্রক্রিয়াকরণ সেন্টারে কাজ করছিলেন। 

বুধবার বার্তা সংস্থা ইয়োনহাপ রিপোর্টে বলেছে, ঘটনার সময় রোবটটিতে ত্রুটি দেখা দিয়েছিল বলে মনে করা হচ্ছে। ফলে সে মানুষ এবং বাক্সের মধ্যে পার্থক্য করতে পারেনি। নিহত ব্যক্তির বয়স ৪০ বছর।

তিনি তখন সাউথ গিওঙ্গস্যাং প্রদেশে কৃষিপণ্য বিতরণ সেন্টারে রোবট সেন্সর অপারেশন পরীক্ষা করছিলেন। কারখানায় ব্যবহৃত ওই রোবটটি তখন ক্যাপসিকাম তুলে নিয়ে বাক্সে ভরে তা প্রক্রিয়াকরণ করছিল। 

পুলিশ বলেছে, এমন সময় সেখানে উপস্থিত হন ওই ব্যক্তি; কিন্তু রোবটটি মানুষ ও বাক্স আলাদা করে চিনতে পারেনি।

রোবটিক হাত দিয়ে ওই ব্যক্তির শরীরের উপরের অংশকে চাপ দিয়ে পরিবাহক বেল্টের ওপর ফেলে দেয়। তারপর তার মুখ ও বুকের ওপর প্রচণ্ড জোরে চাপ দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা যান। 

এর আগে দক্ষিণ কোরিয়ার ৫০ বছরের আরেক ব্যক্তি রোবটের হাতে আহত হন। তিনি একটি অটোমোবাইল পার্টস তৈরির কারখানায় কাজ করার সময় রোবটের ফাঁদে আটকে পড়েন। এতে মারাত্মক আহত হন তিনি।
 

কিউটিভি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:৪১

▎সর্বশেষ

ad