
স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা দল ভারত। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটায় তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পয়েন্ট তালিকায় যাদের অবস্থান একদম তলানিতে। যে ভারতকে হারাতে পারেনি কোনো দল, সেই ভারতের বিপক্ষে কি ডাচদের কোনো সুযোগ আছে?
সংবাদ সম্মেলনে ডাচ ব্যাটসম্যান তেজা বলছেন, ‘তর্ক সাপেক্ষে টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত। এটা তো ক্রিকেট খেলা, তাই না? তাই জয় পাওয়া সম্ভব। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলব, যেটা ভালো পারি, সেটাই করব। স্পিন ভালো খেলে, এমন ক্রিকেটার আছে। উইকেট নিতে পারে, এমন বোলারও আছে। এরপর কিছুটা ভাগ্য তো লাগবেই। সন্দেহ নেই, ভারত শক্তিশালী দল, ভালো ক্রিকেট খেলছে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা তো ঘটেই।’
আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস। পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দলটি দক্ষিণ আফ্রিকা ছাড়াও বিশ্বকাপে হারিয়েছে বাংলাদেশকে। পয়েন্ট তালিকার তলানিতে থাকা নিয়ে হতাশ তেজা বলেছেন, ‘নকআউট রাউন্ডে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা বিশ্বকাপে এসেছিলাম।
কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্য্ ৬:০০