ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

অলৌকিক কিছুর প্রত্যাশায় ডাচরা

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ - ০৬:০০:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা  দল ভারত। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটায় তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পয়েন্ট তালিকায় যাদের অবস্থান একদম তলানিতে। যে ভারতকে হারাতে পারেনি কোনো দল, সেই ভারতের বিপক্ষে কি ডাচদের কোনো সুযোগ আছে?

ইংল্যান্ড ম্যাচ শেষে ডাচ ক্রিকেটার তেজা নিদামানারু এই প্রশ্নে যে উত্তর দিয়েছেন তাতেই স্পষ্ট, সেদিন নেদারল্যান্ডসের অলৌকিক কিছুই হয়তো করতে হবে। বিশ্বকাপে এর আগে দক্ষিণ আফ্রিকাকে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকা যখন নেদারল্যান্ডসের বিপক্ষে হারে, তখন প্রোটিয়ারাও অপ্রতিরোধ্যই ছিল। ভারতের বিপক্ষেও কি সেই গল্প লেখা সম্ভব?

সংবাদ সম্মেলনে ডাচ ব্যাটসম্যান তেজা বলছেন, ‘তর্ক সাপেক্ষে টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলার জন্য রোমাঞ্চিত। এটা তো ক্রিকেট খেলা, তাই না? তাই জয় পাওয়া সম্ভব। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলব, যেটা ভালো পারি, সেটাই করব। স্পিন ভালো খেলে, এমন ক্রিকেটার আছে। উইকেট নিতে পারে, এমন বোলারও আছে। এরপর কিছুটা ভাগ্য তো লাগবেই। সন্দেহ নেই, ভারত শক্তিশালী দল, ভালো ক্রিকেট খেলছে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা তো ঘটেই।’

আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নেদারল্যান্ডস। পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা দলটি দক্ষিণ আফ্রিকা ছাড়াও বিশ্বকাপে হারিয়েছে বাংলাদেশকে। পয়েন্ট তালিকার তলানিতে থাকা নিয়ে হতাশ তেজা বলেছেন, ‘নকআউট রাউন্ডে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা বিশ্বকাপে এসেছিলাম। ‍

 

 

কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্য্ ৬:০০

▎সর্বশেষ

ad