ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র গাজীপুর

superadmin | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ - ০১:৫০:৪০ পিএম

ডেস্কনিউজঃ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ সংঘর্ষ চলছে।

জানা গেছে, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। প্রতিদিনই বিভিন্ন কারখানায় হামলা, সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষ ঘটছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া গার্মেন্ট এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এখনো থেমে থেকে সংঘর্ষ চলছে।

আরো জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। এ সময় হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হয়। যাত্রীদেরকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এ সংঘর্ষের কারণে অনার্স পরীক্ষার্থীদের টঙ্গী সরকারি কলেজ ও ভাওয়াল বদরে আলম কলেজ কেন্দ্রে যেতে বিলম্ব ঘটে।

বাসন কলন্বিয়া গার্মেন্টের শ্রমিক আব্দুর রাজ্জাক বলেন, সব কিছুর দাম বাড়লেও শ্রমিকদের বেতন ও জীবন মান বাড়েনি। বর্তমান বেতনে জীবন চালানো কষ্ট। তাই বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়েও আমরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পিল্প পুলিশ ও জিএমপি পুলিশের যৌথ প্রচেষ্টায় বেলা পৌনে ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দিলেও শিল্প পুলিশের কোনো সদস্য আহত হয়নি।

বিপুল/৩০.১০.২০২৩/ দুপুর ১.৪৭

▎সর্বশেষ

ad