রাজধানীর গাউসুল আজম মার্কেটে আগুন

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ১০:৫৪:১৯ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর নিউমার্কেট থানার পাশে গাউসুল আজম মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টার পর মার্কেটের ১১ নম্বর গলির ১৬৪ ও ১৬৫ নম্বর দোকানে আগুনের সূত্রপাত হয়। দোকানটির নাম রিয়া ট্রেডিং করপোরেশন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, গাউসুল আজম মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আমরা আরও দুটি ইউনিট পাঠানোর সময় আগুন নিয়ন্ত্রণে চলে আসার খবরে তারা ফেরত আসেন। এ মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:৫২

▎সর্বশেষ

ad