
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “শুধু মাত্র বিত্তশালীদের জাতীয় সংসদ নয়, শ্রম-কর্ম-পেশার মানুষের অংশগ্রহণে চাই”এই স্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে রানা প্লাজা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন শ্রমিক নেতা মোঃ সরোয়ার হোসেন। এ সময় তিনি সকল দলের প্রতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহবানও জানান। শুক্রবার সকালে সাভারের রানা প্লাজার স্মৃতিস্তম্ভে ফুল অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী এই প্রচারণার কার্যক্রম শুরু করেন তিনি।

এসময় শ্রমিক নেতা সরোয়ার বলেন, অনেকে আমরা যারা শ্রমিক রাজনীতি করি অনেক নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে ঘৃণা করেন। অথচ, তাদের গণসংযোগ সফলে অগ্রণী ভূমিকা পালন করেন আমাদের শ্রমিকরা। শ্রমিকদের ভোটেই তারা নির্বাচিত হন। আমাদের বড় রাজনীতি দলগুলোর নীতি নির্ধারক হয়ে থাকেন ব্যবসায়ীরা। তারা আশা করেন শ্রমিকের সন্তান শ্রমিক, কৃষকের সন্তান কৃষক হবে। কিন্তুু শ্রমিকের সন্তান ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে এটা এদেশের মুনাফালোভীরা তা চায় না। তাই আমি শ্রমিকদের আত্মসম্মান রক্ষা, ন্যায্য অধিকার আদায় ও তাদের পক্ষে কথা বলার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবো। আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করে শ্রমিক মেহনতী মানুষের পক্ষে কথা বলার সুযোগ করে দিবেন।
বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় শ্রমিক নেতা আবুল হোসেন, মোঃ বাহরানে সুলতান বাহার, খুসবু আহমেদ রানা, মরিয়ম আক্তার, বাচ্চু মিয়া, শান্তনা এবং সাভার-আশুলিয়ার শ্রমিক নেতা আল-কামরান, মোঃ ইমন শিকদার, মাহাবুব আলম বাচ্চু, আল-মামুন সহ আরো অনেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কিউটিভি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪৫