
মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী : নরসিংদী সদর উপজেলার মাধবদীতে নাশতার পরিকল্পনার অভিযোগে দুই জামাত সদস্যকে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন এলাকা খর্নমর্দী রোডের একটি নির্মাণাধীন সিএনজি পেট্রোল পাম্পে অভিযানে যায় পুলিশ।
এসময় নাশকতার পরিকল্পনাকারী জামাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুই জামাত সদস্যকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদী জামেয়া ই কাসেমিয়া কামিল মাদরাসার অধ্যাপক ও জামেয়া মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলনা আবুল কালাম আজাদ ও মাধবদীর হোমিওপ্যাথিক ডাক্তার মোঃ আলতাফ হোসেন ৷
থানা পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের নামে আগেও একাধিক মামলা রয়েছে বলেও জানান মাধবদী থানা পুলিশ। মাধবদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুই জামাত সদস্য গ্রেপ্তার
কিউটিভি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৩