আখাউড়ায়  অভিযানে কারেন্ট জাল জব্ধ, বেকারীকে ৫০ হাজার টাকা  জরিমানা

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০৬:৫৭:৫৫ পিএম
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে এক বেকারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

জানা যায়, উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও  সিনিয়র মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত সকালে পৌরশহরের বড় বাজার নৌ ঘাট থেকে খড়মপুর ও ধরখার পর্যন্ত তিতাস নদীতে অভিযান চালায়। এসময় ১৫টি রিং জাল, ৩০টি কারেন্ট জাল ও ২০০ মিটার বেড়জাল জব্দ করে।  এসময় ৮০ কেজি বিদেশী মাগুর মাছ জব্ধ করা হয়। 

জব্দকৃত জালগুলো পরে উপজেলা পরিষদ মাঠে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এদিকে মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির দায়ে বিসমিল্লাহ বেকারীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান  আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে। 

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

▎সর্বশেষ

ad