
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার আশুগঞ্জ সার কারখানার (এএফসিএল) ভেতর বাড়তি ২৬ বস্তা ইউরিয়া সার ও ছয়টি গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া একটি ট্রাক ধাওয়া করে আটক করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা জানান, মঙ্গলবার সকালে মো. জামিল নামে চালক একটি ট্রাক নিয়ে ইউরিয়া সার নিতে সার কারখানার ভেতরে যান। কারখানার ভেতর থেকে ডিলারের ৩০০ বস্তা ইউরিয়া সার বাইরে রাখেন। বেলা ১১টার দিকে ওই ট্রাকে বাড়তি ২৬ বস্তা ইউরিয়া সার ও গ্যাস ভর্তি চারটি সিলিন্ডার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় সার কারখানার প্রধান ফটকে থাকা নিরাপত্তা কর্মীরা ওই ট্রাক আটকে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে বলেন। কিন্তু ২৬ বস্তা সার ও ৪টি সিলিন্ডার নিয়ে বাইরে যাওয়ার স্বপক্ষে কোনো কাগজ দেখাতে পারেনি চালক জামিল। এ নিয়ে সার কারখানার ফটকে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে ট্রাক চালকের কথা কাটকাটি হয়। এক পর্যায়ে ট্রাকের সহযোগি আড়ালে গিয়ে ফটক খুলে দেন।
এ অবস্থায় গ্যাসের চারটি সিলিন্ডার ও ২৬ বস্তা ভর্তি ইউরিয়া সারসহ ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় চালক জামিল। পরে নিরাপত্তাকর্মীরা পিছু নিয়ে কারখানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উপজেলার চরচারতলা এলাকার আলাল শাহ মাজার এলাকা থেকে ট্রাকটি আটক করে। তবে ট্রাক ফেলেই চালক ও সহযোগি পালিয়ে যান। পরে অন্য এক চালক ওই ট্রাক চালিয়ে সার কারখানার ভেতরে নিয়ে যান। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমেদ জানান, সার কারখানার ভেতর থেকে একটি ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। এঘটনায় সার কারখানার পক্ষ থেকে মামলা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
কিউটিভি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫০