ডিম আমদানিতে মানতে হবে যেসব শর্ত

Ayesha Siddika | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ - ০৫:৪৫:৪৭ পিএম

ডেস্ক নিউজ : ডিমের দামে লাগাম টানতে ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বাজারে সরবরাহ বাড়ানোর জন্য শুরুতে চার কোটি ডিম আদমানি করতে চারটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। ‘যত দ্রুত সম্ভব’ ডিম দেশে আনতে প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

ডিম আমদানির অনুমতি পাওয়া এই চার কোম্পানি হলো— মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং ও অর্ণব ট্রেডিং লিমিটেড। কোম্পানিগুলোকে ডিম আমদানি করতে চারটি শর্ত দেওয়া হয়েছে।

শর্তগুলো হলো—

১. এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে;
২. আমদানি করা ডিমির প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত সনদ দাখিল করতে হবে;
৩. সরকার কর্তৃক নির্ধারিত শুল্ক-কর পরিশোধ করতে হবে;
৪. নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না;
৫. সরকারের অন্যান্য বিধি-বিধান প্রতিপালন করতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৫

▎সর্বশেষ

ad