ব্রেকিং নিউজ
ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা

যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত হৃদয়

Ayesha Siddika | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ - ১১:৫৮:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : অভিষেকের হওয়ার পর থেকেই মুশফিকুর রহিমের বিকল্প ভাবা হয়েছে তাওহিদ হৃদয়কে। তাকে জায়গা করে দিতে মুশফিক ব্যাটিং অর্ডারে ৬-এ নেমেছেন। এই এশিয়া কাপে অবশ্য হৃদয়ের ব্যাটিং অর্ডার নির্দিষ্ট রাখা হয়নি। চার ম্যাচে তিনটি ভিন্ন পজিশনে খেলেছেন। সবশেষ ম্যাচে ৬ নম্বরে নেমে খেলেছেন ৮২ রানের ইনিংস। ভারতের বিপক্ষে মুশফিক না থাকায় আবারও ৫ নম্বরে খেলতে হবে এই তরুনকে। অবশ্য হৃদয় জানালেন, দলের প্রয়োজনে যে কোন পজিশনেই খেলতে প্রস্তুত আছেন।

মাত্র ১৩ ম্যাচ খেলা হৃদয়ের ব্যাটিং গড় দুর্দান্ত। এশিয়া কাপ শুরুর আগে ৪০ এর উপর ছিল গড়। আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে রান না পাওয়ায় তা ৪০.১৮ তে নেমেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে ভাল করে দুই ম্যাচে রান না পাওয়ার অভাব পুষিয়ে দিয়েছেন। তবে হৃদয়ের আক্ষেপ ৮২ রানের ইনিংস খেলেও সেদিন দলকে জেতাতে না পারায়, ‘অবশ্যই হতাশার। আমি যে ৮২ রান করেছি এটা কোন কাজের ছিল না কারণ দল তো জিতেনি। যদি দল জিততো তখন নিজের কাছেও ভালো লাগত বেশি। যদি এমন সুযোগ সামনে আবার আসে তাহলে অবশ্যই চেষ্টা করবো যেন ম্যাচ শেষ করে আসতে পারি।’

সেই সুযোগটা ভারতের ম্যাচেই আসতে পারে। ওই ম্যাচে মুশফিকুর রহিম খেলবেন না। মিডলঅর্ডারে মুশফিকের অভাব পূরন করতে হবে হৃদয়কেই। তবে এই তরুন বলছেন শুধু মিডলঅর্ডারে না, দলের প্রয়োজনে ৩ বা ৭ নম্বরে খেলতেও কোন আপত্তি নেই তার, ‘আমার জন্য কঠিন না, ওয়ান ডাউনে ব্যাট করার সময় দলের একটা পরিকল্পনা ছিল। আমিও তৈরি ছিলাম। দল যেখানে মনে করবে আমি সেখানেই খেলতে প্রস্তুত সেটা ওয়ান ডাউনে বা মিডলে হোক বা স্লগে হোক আমি তৈরি আছি সেটা এখনও বলছি। মুশফিক ভাইয়ের না থাকাটা অবশ্যই একটু চ্যালেঞ্জ হবে। আমি চেষ্টা করবো যেন ওনার জায়গায় আমি যদি খেলি বা যেই খেলুক আমাদের চেষ্টা থাকবে ভাল কিছু করার।’

হৃদয়দের কিছু করে দেখাতে হলে এশিয়া কাপে আর একটি ম্যাচই বাকি। আসরের সবচেয়ে ফেভারিট ভারতের বিপক্ষে এই লড়াইয়ে সেটাই চেষ্টা থাকবে দলের। হৃদয় জানালেন পুরো দল পেছনের হতাশা ভুলে ভারতের বিপক্ষে ভাল কিছু করে শেষটা রাঙাতে চান, ‘যেটা চলে গিয়েছে সেটা নিয়ে ভাবছি না। বর্তমানে থাকার চেষ্টা করছি। ভারতের সঙ্গে খেলায় আগে যে ভুলগুলো করেছিলাম সেটা ওভারকাম করে যত ভাল করতে পারি সেটাই এখন মূল চিন্তা আমাদের। ভালোভাবে ফিনিস করে যেন টুর্নামেন্টের শেষটা ভাল করতে পারি।’একদিন আগে কোচ হান্ডিকা হাথুরুসিংহের ওয়ান-টু-ওয়ান আলোচনায় হৃদয়কে সাহস যুগিয়েছেন হাথুরু। ভারতের বিপক্ষে ম্যাচের আগে হয়ত পুরো দলকেই এই সাহস রাখার টোটকা দিয়েছেন কোচ।

 

 

কিউটিভি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৫৫

▎সর্বশেষ

ad