ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এক লাউ সাড়ে ৩ টাকা

Ayesha Siddika | আপডেট: ১০ মে ২০২৫ - ০৭:৪১:০৫ পিএম

ডেস্ক নিউজ : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী হাটে এক থেকে দেড় কেজি ওজনের এক পিস লাউ সাড়ে ৩ টাকায় পাইকারি হিসেবে ক্রয় করতে দেখা গেছে। শনিবার সকালে আড়ানী আহেলে হাদিস জামে মসজিদের সামনে এ লাউ ক্রয় করেন স্থানীয় মহন আলী নামের এক ব্যবসায়ী।

জানা গেছে, আড়ানী পৌরসভার গোচর, কুশাবাড়িয়া, হামিদকুড়া, নুরনগর, বেড়েরবাড়ি, শাহাপুর, চকসিংগা, চকরপাড়া, পিয়াদাপাড়া এলাকায় প্রচুর পরিমানে লাউ চাষ হয়। এ লাউ প্রতি শনিবার ও মঙ্গলবার আড়ানী হাটে চাষিরা বিক্রি করেন। হঠাৎ করে শনিবার হাটে এক থেকে দেড় কেজি ওজনের প্রতিপিস লাউ সাড়ে ৩ টাকায় বিক্রি হয়েছে। 

গত মঙ্গলবারের হাটে এ লাউ ১৫-১৮ টাকায় প্রতিপিস বিক্রি হয়েছে বলে ক্রেতারা জানান। তবে খুরচা হিসেবে এ লাই প্রতিপিস ১০-১৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এ বিষয়ে ব্যবসায়ী মহন আলী বলেন, শনিবার হাটে ঢাকা থেকে যে ব্যাপারিরা আসতেন তারা আসতে পারেননি। এ কারণে দাম পড়ে যায়।

গোচর গ্রামে লাউ চাষি মাহাতাব আলী বলেন, হঠাৎ দাম কমে গেছে। ইচ্ছা থাকার পরও বেশি দামে বিক্রি করতে পারছি না। কেনার লোক না থাকায় কম দামে বিক্রি করতে হয়েছে। আগামী মঙ্গলবার হাটে কী হবে জানি না। উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এলাকায় প্রচুর লাউ চাষ হয়েছে। এ দামে লাউ বিক্রি হয়েছে, তা আমার জানা নেই।

 

কিউটিভি/আয়শা/১০ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad