ব্রেকিং নিউজ
ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা

‘গদর ২’, ‘কাশ্মীর ফাইলস’ সিনেমা বলিউডের জন্য ক্ষতিকর: নাসিরুদ্দিন শাহ

Ayesha Siddika | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:৩৮:২৬ পিএম

বিনোদন ডেস্ক : নাসিরুদ্দিন শাহের দাবি, এসব ছবির বক্স অফিসে সাফল্য পাওয়া উদ্বেগজনক। সম্প্রতি ফ্রি প্রেস জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে প্রবীণ এ অভিনেতা বলেন, “এখন, আপনি যত বেশি জিঙ্গোইস্ট হবেন, তত বেশি জনপ্রিয় হবেন। কারণ, এটিই দেশ শাসন করেছে। তবে এটি ক্ষতিকারক। দেশকে ভালোবাসার জন্য এটি যথেষ্ট নয়। লোকে বুঝতে পারে না যে, তারা যা করছে তা খুব ক্ষতিকর। এই যেমন, ‘কেরালা স্টোরি’ এবং ‘গদর ২’-এর মতো ছবি, এ ধরনের ছবি এখন মানুষ দেখছে। আমি সেগুলো দেখিনি তবে আমি জানি সেগুলো কী।”

তিনি আরও বলেন, এটা বিরক্তিকর যে ‘কাশ্মীর ফাইলস’-এর মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয় যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা এবং হনসল মেহতা, যারা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন। তাদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোক দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে যাবেন। ১০০ বছর পর লোক যখন ‘ভিড়’ দেখবে আর ‘গদর ২’ দেখবে, তখন বুঝতে পারবে কোন সিনেমাটি বর্তমান সময়ের সত্যি কথা আসলেই বলেছিল। কারণ, সিনেমাই একমাত্র মাধ্যম, যা এটা করতে পারে।
 
বর্তমানে যা ঘটছে তাকে রিগ্রেসিভ বললেও কম বলা হবে। কোনো কারণ ছাড়াই কোনো সম্প্রদায়কে ছোট করা একটা বিপজ্জনক প্রবণতা এটি। জানা যায়, প্রায় ১৭ বছর পর ‘ম্যান ওম্যান ম্যান ওম্যান’-এর মধ্য দিয়ে পরিচালনায় ফিরছেন নাসিরুদ্দিন শাহ। এ সিনেমায় দেখা যাবে নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠককেও।

 

 

কিউটিভি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৫

▎সর্বশেষ

ad