ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ব্রাজিলে ঘূর্ণিঝড় ও বন্যায় নিহত ২২

superadmin | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ - ০৮:১১:৪১ পিএম

ডেস্কনিউজঃ ব্রাজিলে ঘূর্ণিঝড় ও প্রবল বন্যায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুল অঙ্গরাজ্যে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে বন্যার পানি কমতে থাকায় আরও মৃতদেহ পাওয়া যাচ্ছে। রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন, প্রায় ৬০টি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাসো ফান্ডো শহরের একজন বাসিন্দা লুয়ানা দা লুজ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ভোরের পর থেকে দেখেছি আমাদের বাড়ি প্লাবিত হচ্ছে। আমরা টেবিলের উপরে, কাঠের চুলার উপরে জিনিসপত্র রাখছিলাম। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। সব তলিয়ে গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রিও গ্র্যান্ডে দো সুলে ২১ জন নিহত হয়েছেন। পাশের রাজ্য সান্তা ক্যাটারিনায় আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের মধ্যাঞ্চলের মুসুন শহরে অবস্থা গুরুতর। সেখানে হতাহত ও নিখোঁজ রয়েছেন অনেকেই। অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।

সম্প্রতি ঘন ঘন বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে ব্রাজিল। গত জুনে দক্ষিণ ব্রাজিলে একটি ঘূর্ণিঝড়ে ১৩ জনের মৃত্যু হয়। এর আগে, ফেব্রুয়ারিতে সাও পাওলো রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং বন্যায় কমপক্ষে ৬৫ জন মারা যান।

নাহিদা/ ০৬.০৯.২০২৩/ রাত ৮.০৫

▎সর্বশেষ

ad