রাশিয়ায় অস্ত্র বিক্রি নিয়ে উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

Ayesha Siddika | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:২৪:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া যদি রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করে তবে পিয়ংইয়ংকে এর জন্য ‘মূল্য’ দিতে হবে। সম্ভাব্য অস্ত্র চুক্তির বিষয়ে পিয়ংইয়ং সঙ্গে মস্কোর আলোচনা চলছে বলে ওয়াশিংটন সতর্ক করার পর এই হুঁশিয়ারি দেওয়া হলো।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করার জন্য পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করছেন কিম জং উন। ক্রেমলিন অবশ্য যুক্তরাষ্ট্রের এই দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছিলেন, আমাদের নিষেধাজ্ঞা, রপ্তানি বিধিনিষেধ এবং এ সংক্রান্ত প্রভাবের কারণে ইউক্রেনের যুদ্ধে ব্যবহার যোগ্য অস্ত্রের জন্য রাশিয়া বিশ্বজুড়ে মরিয়া অনুসন্ধান করতে বাধ্য হচ্ছে। অস্ত্র পাঠানো হলে ওয়াশিংটন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার অংশীদারদের সাথে সমন্বয় করে প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেবে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad