
ডেস্কনিউজঃ প্রায় চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। স্মরণীয় এমন ম্যাচে শাহিন শাহ আফ্রিদির আগুনে পুড়লো ভারত, উত্তাপ ছড়ালেন হারিস রউফও। তাদের বিধ্বংসী বোলিংয়ে পুরো ৫০ ওভারও টিকতে পারলো না রোহিত শর্মার দল, ৪৮.৫ ওভারে ২৬৬ রানেই থামলো তাদের ইনিংস।
শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচে নিজেদের ইনিংসে আরো অল্পতেই থামতে পারতো ভারত। পাওয়ার প্লেতেই ভেঙে গিয়েছিল টপ অর্ডার। ৬৬ রানেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। তবে ইশান কিশান আর হার্দিক পান্ডিয়ার স্রোতের বিপরীতে করা লড়াই ভারতকে এনে দিয়েছে এমন সম্মানসূচক সংগ্রহ। দু’জনেই খেলেছেন আশির্ধ্বো ইনিংস।
পাল্লাকেল্লেতে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। তবে পাকিস্তানি বোলারদের তোপের মুখে অসহায় হয়ে পড়ে তারা, ভেঙে পড়ে টপ অর্ডার। মাত্র ১৫ রানেই ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। ৬৬ রানে হারিয়ে বসে ৪ উইকেট।
শুরুটা করেন শাহিন শাহ আফ্রিদি। পঞ্চম ওভারে ফেরান রোহিত শর্মাকে। ২২ বলে ১১ করেন রোহিত। পরের ওভারেই বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেন আফ্রিদি। কোহলি করেন ৭ বলে ৪ রান। ২৭ রানের দলের সেরা দুই ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে ভারত।
সেখান থেকে পাল্টা আক্রমণের চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার। ভয়ংকর হয়ে উঠার আগে তাকে ফেরান হারিস রউফ। ৯ বলে ১৪ করেন তিনি। ১৫তম ওভারে এসে শুভমান গিলেরও স্ট্যাম্প ভাঙেন এই পেসার। আউট হবার আগে ৩২ বলে ১০ রান করেন গিল। ফলে মাত্র ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত।
সেখান থেলে ইশান কিশান আর হার্দিক পান্ডিয়ার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। ধসের মুখ থেকে দলকে টেনে তুলেন দু’জনে মিলে। দুজনেই সাবলীলভাবে তুলে নেন ফিফটি, বাড়িয়ে তোলেন রানের গতি। শতাধিক রানের জুটি গড়ে উঠে তাদের মাঝে। এই জুটি ভাঙে এসে ৩৮তম ওভারে। ততক্ষণে দলের সংগ্রহ দ্বিশতক ছুঁয়ে ফেলেছে।
১৩৮ রানের এই জুটি ভেঙেছেন হারিস রউফ, ফিরিয়েছেন ইশানকে। শতকের পথে থাকা এই ব্যাটার আউট হয়েছেন ৮১বলে ৮২ রান করে। ২০৪ রানে পঞ্চম উইকেট পতনের পর জাদেযাকে নিয়ে হাল ধরেন হার্দিক, নিজেও এগিয়ে যেতে থাকেন শতকের দিকে।
তবে এরপরেই ফের দৃশ্যপটে শাহিন শাহ আফ্রিদি। আবারো ভারতের জন্য হুমকি হয়ে উঠেন তিনি। একই ওভারে ফেরান হার্দিক ও জাদেযাকে। তার জোড়া শিকারে ম্যাচে ফেরে পাকিস্তান। হার্দিক ৯০ বলে ৮৭ আর জাদেযা আউট হন ২২ বলে ১৪ রানে। ৪৪ ওভারে ভারতের সংগ্রহ তখন ২৪২/৭।
সেই ধাক্কা কাটিয়ে উঠার আগেই পরের ওভারের প্রথম বলে নাসিম শাহর আঘাত। শার্দুল ঠাকুরকে ফিরিতে ম্যাচে প্রথম উইকেট তুলে নেন তিনি। ৩ রানে ৩ উইকেট তুলে নিয়ে যেন ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় পাকিস্তান।
বাকি কাজটাও সারেন নাসিম শাহ। ফেরান কুলদিপ যাদব আর জাসপ্রিত বুমরাহকে। যদিও শেষদিকে এসে জাসপ্রিত বুমরাহ ১৪ বলে করেন ১৬ রান। শাহিন আফ্রিদি ৩৫ রানে ৪, নাসিম শাহ ৩৬ রানে ৩ ও হারিস রউফ ৫৮ রানে নেন ৩ উইকেট।
নাহিদা /০২.০৯.২০২৩/রাত ৮.৩৭