বৃষ্টি উপেক্ষা করে আগারগাঁওয়ে ছুটছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:৪৭:২৮ পিএম

সরকারের বিশাল এ অর্জনকে তৃণমূলে পৌঁছে দিতে রাজধানীর আগারগাঁওয়ে বিকেলে সুধী সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। সমাবেশে ঢাকা বিভাগ ও পার্শ্ববর্তী জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। দুপুর ১২টা থেকেই আগারগাঁওয়ে সমাবেশস্থলের দিকে যাত্রা শুরু হয় নেতাকর্মীদের।

ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে সংসদ ভবন এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করেন নেতাকর্মীরা। মিছিলে কামরাঙ্গীর চর, কেরানীগঞ্জ ও সাভারের হাজারো নেতাকর্মী যোগ দেন। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিএনপির সহিংসতা রুখতে রাজপথে থাকার প্রত্যয় নেতাকর্মীদের।

এদিকে ভরদুপুরে ভাদ্রের উত্তাপের মধ্যে হঠাৎ বৃষ্টি। আর বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। অপেক্ষা প্রধানমন্ত্রীর জন্য।

সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

 

 

কিউটিভি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad