ব্রেকিং নিউজ
রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

বৃষ্টি উপেক্ষা করে সাদাপাথরে পর্যটকদের উপচেপড়া ভিড়

Ayesha Siddika | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ - ১১:৩৭:১৮ পিএম

ডেস্ক নিউজ : বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভ্রমণপিপাসুরা ভিড় জমিয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে। সাপ্তাহিক দুই দিনের ছুটিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন এই পর্যটন কেন্দ্রে।

শনিবার সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকলেও নদের বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথরের বিছানা আর এর উপর দিয়ে বয়ে চলা পানির তীব্র স্রোতে নয়ন জুড়াতে ছুটে আসা পর্যটকদের আগমন ঠেকাতে পারেনি। সারাদিন ঘুরে দেখা গেছে, সাদাপাথর পর্যটন কেন্দ্রে লোকে-লোকারণ্য হয়ে পড়েছে। নৌকাঘাটে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জিরোপয়েন্টে আগত পর্যটকরা ছবি তোলা, স্বচ্ছ পানিতে ছোট ছোট টায়ারে হৈ-হুল্লোড়, আড্ডা, বেঞ্চিতে বসে সময় কাটানো এবং উজান থেকে নেমে আসা জলে গা ভাসিয়ে উপভোগ করছেন তাদের ভ্রমণ।

সাদাপাথরে ঘুরতে আসা ঢাকার অনিতা রায় চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জয়নাল আবেদীন, পঞ্চগড়ের পারভীন সুলতানা বলেন, সাদাপাথরে এসে আমরা পুরো মুগ্ধ। এত সুন্দর প্রকৃতি এর আগে কোনোদিন দেখিনি। মন চাইবে এখানে বারবার ছুটে আসতে। কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. শরীফ আহমদ যুগান্তরকে বলেন, বৃষ্টি উপেক্ষা করে সাদাপাথরে যথেষ্টসংখ্যক পর্যটক সমাগম ঘটেছে। তবে বৃষ্টি না থাকলে পর্যটকের সংখ্যা আরও বাড়ত। কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় যুগান্তরকে বলেন, পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে সব ধরনের নিরাপত্তা দিতে পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৩৪

▎সর্বশেষ

ad