ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

ডেঙ্গু আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তা দিচ্ছে ইউনিসেফ

Ayesha Siddika | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ - ১১:৪৪:৪৭ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত শিশুদের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ ও স্বাস্থ্যসেবা সহায়তা দিচ্ছে জাতিসংঘের সংস্থা ইউনিসেফ। এই কর্মসূচির আওতায় সাড়ে ২২ লাখ ডলার মূল্যের প্রয়োজনীয় ডেঙ্গু শনাক্তকরণ কিট, পেশাদারদের প্রশিক্ষণের পাশাপাশি পানি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্য খাতে অন্যসব গুরুত্বপূর্ণ সামগ্রী সরবরাহ করছে সংস্থাটি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিসেফ জানায়, ‘১৫ বছরের কম বয়সি প্রায় ২১ হাজারেও বেশি শিশু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরে ইউনিসেফ বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার প্রতি সহায়তা জোরদার করছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যার প্রায় ২০ শতাংশই হলো ১৫ বছরের কম বয়সি শিশু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচশর বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।’

জলবায়ু পরিবর্তনের কারণে মশাবাহিত এ রোগের প্রাদুর্ভাব বাড়ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্বে যখন জলবায়ুজনিত বিপর্যয়ের সংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে, ঠিক সেই সময়ে জলবায়ু পরিবর্তন ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে তুলছে। যা বড়দের পাশাপাশি সরাসরি শিশুদের জীবনেও প্রভাব ফেলছে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু সংকট বাড়তে থাকায় এখানকার শিশুরা আরেকবার জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির অগ্রভাগে রয়েছে।’

ইউনিসেফ বলছে, ‘ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, কার্যকর তথ্য দিয়ে মানুষকে সচেতনও করার কাজেও যুক্ত রয়েছে তারা। ইউনিসেফ ১৩ হাজার কিটসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী, কর্মীদের সক্ষমতা তৈরি, কারিগরি পরামর্শ এবং মশার প্রজননস্থল পরিষ্কার করার মতো পদক্ষেপ বাস্তবায়ন করতে অংশীদের সঙ্গে কাজ করছে।’

 

 

কিউটিভি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad