ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ওষুধ খেলেও আপনার কমাছে না কোলেস্টেরল, কী করবেন?

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৫ - ০৩:৩৯:৫০ পিএম

স্বাস্থ্য ডেস্ক : আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই কোনো কূলকিনারা পাচ্ছেন না। সময় নিয়ম মেনে ওষুধ খেলেও আপনার কমাছে না শরীরের কোলেস্টেরল। তাই আপনি কীভাবে সুস্থ থাকবেন দুশ্চিন্তায় ভুগছেন— তাও ভেবে পাচ্ছেন না। তবে ঘরোয়া উপায়ও আপনি এ সমস্যার সমাধান করতে পারেন। এমন কিছু পানীয় আছে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সে রকম কিছু পানীয়তে আপনি চুমুক দিতে পারেন। এতে আপনার শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করবে।

আপনার শরীরে কোলেস্টেরল মানেই হার্ট-অ্যাটাকের ঝুঁকি। আর তাই কোলেস্টেরল কোনোভাবেই বাড়তে দেওয়া ঠিক নয়। কিন্তু সব সময় নিয়ম মেনে চলা সম্ভব হয় না। আপনার খাওয়াদাওয়ায় অনিয়ম হয়েই যায়। যে কোনো আনন্দ-উৎসবে খাওয়াদাওয়ায় বিধিনিষেধ মেনে চলা সত্যিই কঠিন হয়ে পড়ে। তাই অনিয়ম করলেও কীভাবে সুস্থ থাকা যায়, তার উপায়ও জেনে রাখা উচিত। এমন কিছু পানীয় আছে, যা থেকে আপনার কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তেমন কিছু পানীয় এই যেমন—

১. গ্রিন টি

আপনার শরীর ঝরঝরে রাখতে প্রতিদিন গ্রিন টি খান। ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কোলেস্টেরলের সঙ্গে লড়তেও গ্রিন টি অত্যন্ত উপকারী। গ্রিন টিতে থাকা ক্যাটাচিন ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষকরা বলছেন— দুই মাস একটানা প্রতিদিন গ্রিন টি খেলে খারাপ কোলেস্টেরল এলডিএলের মাত্রা ১৪ শতাংশ কমে যায়।

২. বেরির স্মুদি

খুব ভালো একটি উপাদান বেরির স্মুদি। ব্লুবেরি, স্ট্রবেরি ও ক্র্যানবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফাইবার। কম ফ্যাটযুক্ত দুধের সঙ্গে বিভিন্ন প্রকার বেরি মিশিয়ে তৈরি করে নিন স্মুদি। কোলেস্টেরলের সমস্যা থাকলে সকালের খাবারে বেরির স্মুদি রাখতেই পারেন। সপ্তাহে তিন দিন খেলেই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

৩. কমলালেবুর রস

শীতকালে বাজারে ভরে গেছে কমলালেবু। এখন বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়। আর এই কমলালেবুর রস আপনার শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আবার কমলালেবু ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। চিকিৎসকরা বলছেন— প্রতি দিন দুই কাপ করে কমলালেবুর রস খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা খুব সহজ। আর কমলালেবু শুধু কোলেস্টেরল নয়, হৃদ্রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad