ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কেরানীগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি, গ্রেফতার ৮

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৩ - ০৪:৪১:৫৫ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ দফতরে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, ঈদের ছুটিতে গার্মেন্টস যখন বন্ধ ডাকাতরাও ডাকাতি করার জন্য বেছে নিয়েছে সেই সময়টিকেই। গত ২ জুলাই রাতে কেরানীগঞ্জ কলাতিয়া এলাকার অ্যাপেজ গ্লোবাল লিমিটেড ফ্যাক্টরির এক নাইটগার্ডকে ছুরিকাঘাত করে ও অপর নাইটগার্ড ও ম্যানেজারকে বেঁধে রেখে প্রায় কোটি টাকার মালামাল লুট করে ১৪-১৫ জনের ডাকাত দল।

ঘটনার পর থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেয় পুলিশ। ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের চিহ্নিত করে তাদের ধরতে সম্ভাব্য সব জায়গায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই রাতেই লুণ্ঠিত মালামালগুলো বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাকাতি করা সব মালামালসহ ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে কারখানার কারও সম্পৃক্ততা ছিল কিনা তা জানান চেষ্টা করা হবে বলেও জানান সুপার মো. আসাদুজ্জামান।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad