ব্রেকিং নিউজ
ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা

বিশ্বকাপে যাদের জায়গা নিশ্চিত

Ayesha Siddika | আপডেট: ১৮ মে ২০২৩ - ০৮:১৬:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে। বৈশ্বিক আসরে বাংলাদেশকে বড় বড় সাফল্য এনে দেয়া এই তারকা এবারের বিশ্বকাপে থাকছেন কিনা সেটা নিয়েই মোটামুটি সরব ক্রিকেটপাড়া। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এমন প্রশ্নের মুখোমুখি হন নাজমুল হোসেন পাপনও। তবে পাপন এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানালেন বিশ্বকাপে কাদের জায়গা প্রায় নিশ্চিত।

পাপন বলেন, ‘তামিম, লিটন, শান্ত, সাকিব, মুশফিক ও তাওহিদ হৃদয়ের মধ্যে বাদ দেয়ার মতো কেউ আছে বলে মনে হয় না। ওপেনিংয়ে নাইম শেখ এবং বিজয় ভালো পারফর্ম করছে, ওরাও আসতে পারে। আমার ধারণা, ওপেনিংয়ে এদের মধ্যে কোনো একজনকে নিবে।’আফিফ, মোসাদ্দেক ও রিয়াদ এখন ওয়ানডে দলের বাইরে। তবে তারা যুক্ত হতে পারেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। এমনটাই জানিয়েছেন পাপন। তাদের বাছাইয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি মানদণ্ড আছে বলে মনে করেন বোর্ড সভাপতি। মানদণ্ডের কথা বলতে গিয়ে ফিল্ডিং বিবেচনায় আফিফ-মোসাদ্দেককে রিয়াদের চেয়ে এগিয়ে রাখেন তিনি।

এ  প্রসঙ্গে পাপন বলেন, ‘অলরাউন্ডার চাইলে আফিফ আছে, মোসাদ্দেক আছে ও মাহমুদউল্লাহ রিয়াদও আছে। সেও বল করে দিতে পারবে। রিয়াদ ভালো বল করে, আমি দেখেছি, ঘরোয়া ক্রিকেটেও ও ভালো। পার্থক্যটা হচ্ছে শুধু ফিল্ডিংয়ে। ভালো ফিল্ডিং চাইলে এই তিনজনের মধ্যে আফিফ সবার উপরে। মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে।’ ফিল্ডিংয়ের বেলায় আফিফ-মোসাদ্দেককে এগিয়ে থাকলেও রিয়াদের অভিজ্ঞতার বিষয়টিও এড়িয়ে যায়নি বোর্ড প্রেসিডেন্টের দৃষ্টি, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যাদের সঙ্গে খেলছি আর বিশ্বকাপে যাদের সঙ্গে খেলব, দুটোর পরিস্থিতি কিন্তু এক না। তাই ব্যাপারটা (খেলোয়াড় বাছাই) কঠিন।’

 

 

 

কিউটিভি/আয়শা/১৮ মে ২০২৩,/রাত ৫:১৫

▎সর্বশেষ

ad