
ডেস্ক নিউজ : বার্সেলোনার ভাগ্যাকাশে সূর্যের দেখা মিলে না প্রায় অর্ধযুগ ধরে। সেই কবে ২০১৮-১৯ মৌসুমে শেষবার তারা লা লিগা শিরোপা জিতেছিল। তারপর থেকেই রোদ উঠে না স্পেনের এই নগরে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা কেটে গেছে বার্সার। সবচেয়ে বড় চমক দিয়েছে লিওনেল মেসিকে ছেড়ে দিয়ে। ২০২১ সালে তিনি পাড়ি জমান পিএসজিতে। তাতে যেন ক্লাবটিতে আরও ভরাডুবি শুরু হয়।
তবে চলতি মৌসুমে দলে ভিড়িয়েছিল নতুন অনেক ফুটবলারকে। কোচ জাভি হার্নান্দেজের হাত ধরে বদলের হাওয়া বইছে ক্যাম্প ন্যুতে। যার শুরুটা হয়েছে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েই। এবার লা লিগা জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা। পয়েন্ট তালিকার বর্তমান যে অবস্থা, তাতে আর মাত্র ৮ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করবে তারা।
রিয়াল মাদ্রিদের সামনে এবার সুযোগ ছিল লা লিগার হ্যাটট্রিক শিরোপা জেতার। কিন্তু সেই স্বপ্নে ছাই ঢেলে দিয়েছে বার্সা। পয়েন্ট ব্যবধানে তারা এগিয়ে গেছে অনেক দূর। লিগের চলমান মৌসুম শেষ হতে বাকি আর মাত্র ৬ ম্যাচ। সবগুলো ম্যাচও যদি রিয়াল জিতে নেয় তবে তাদের পয়েন্ট হবে ৮৬। তবুও শিরোপা জিতবে কি না তার নিশ্চয়তা নেই।
কারণ ৫ বছর পর শিরোপা জয়ের প্রহর গুণতে থাকা বার্সার আর তিন ম্যাচ জিতলেই চলবে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৮৭। বাকি থাকা তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে তারা।
তবে ভাগ্যদেবী সহায় থাকলে তিন ম্যাচও অপেক্ষা করতে হবে না সার্জিও বুসকেটসদের। বাকি থাকা ৬ ম্যাচের শুরুর দিকে কোনো ম্যাচে যদি পয়েন্ট হারায় রিয়াল, তবে তার আগেই শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠবে তারা। অন্যদিকে রিয়াল বঞ্চিত হবে হ্যাটট্রিক শিরোপা জয় থেকে।
কিউটিভি/আয়শা/৩০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২১