
স্পোর্টস ডেস্ক : এমানুয়েল পেতিত বলেন, ‘আমি চাই এমবাপ্পে পিএসজি ছেড়ে দিক এবং লিওনেল মেসি থেকে যাক ক্লাবটিতে।’এদিকে নিজ দেশের খেলোয়াড়কে নিয়ে কেন এমনটা ভাবেন, সে ব্যাখ্যাও দিয়েছেন এমানুয়েল। সাবেক এ ফুটবলার বলেন, ‘এমবাপ্পে অল্প বয়স থেকে তারকা বনে গেছে। বিশ্বকাপ জিতে নিয়েছে। একের পর এক ফ্রান্সের সব রেকর্ড ভেঙে ফেলেছে। কিন্তু সে যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চায়, তাহলে তাকে পিএসজি ছাড়তে হবে।’
এমানুয়েল আরও বলেন, ‘ব্যালন ডি’অর জেতার জন্য এমবাপ্পের সেরা পর্যায়ে যেতে হবে। তাকে চ্যাম্পিয়নস লিগ জিততে হবে। সে জন্য রিয়াল মাদ্রিদ হতে পারে তার সর্বোত্তম ঠিকানা।’এদিকে রিয়াল মাদ্রিদ পুরোনো অলিখিত নীতি অনুসরণ করলে এমবাপ্পের আর ফেরার সুযোগ নেই। কারণ, বলা হয়ে থাকে রিয়াল মাদ্রিদ কোনো খেলোয়াড়কে একবারই সুযোগ দেয়। ফরাসি তারকা এমবাপ্পেও সেই সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি ব্ল্যাঙ্কোস শিবিরে যোগ না দিয়ে পিএসজিতে নাম লেখান।
এ বিষয়ে এমানুয়েল পেতিত বলেন, ‘বিষয়টি এমবাপ্পের জন্য কঠিন নয়। রিয়ালের সভাপতি তার বিষয়ে এখনও আগ্রহী। এমবাপ্পে চাইলে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারে। তাতে তারই ভবিষ্যৎ কামনা পূর্ণ হতে পারে।’
কিউটিভি/আয়শা/৩০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:১৪