![](https://quicktvbd.com/wp-content/uploads/2023/04/1-26.jpg)
স্পোর্টস ডেস্ক : ওয়ার্নারের অধীন এবারের মৌসুমটা মোটেই ভালো কাটছে না দিল্লির। ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান তাদের। ৮ ম্যাচের ৬টিতে হেরেছে দিল্লি। দলের এই বাজে পারফরম্যান্সের দায় ওয়ার্নারকে দিয়েছেন হরভজন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ওয়ার্নার নামের প্রতি সুবিচার করছে না। তার তিনশর বেশি রান দিল্লির কোনো কাজেই আসেনি। ওর উচিত আয়নায় মুখ দেখা।’
৮ ম্যাচে এবার ৩০৬ রান করেছেন ওয়ার্নার। যার স্ট্রাইকরেট মাত্র ১১৮.৬০। এই বাজে স্ট্রাইকরেটের কারণে অজি তারকাকেই দিল্লির বাজে পারফরম্যান্সের দায় দিচ্ছেন হরভজন। তিনি বলেন, ‘ম্যাচ প্রেজেন্টেশনে এসে ও অন্যদের ভুলের কথা বলে। কিন্তু তুমি কী করেছো? কোনো ইন্টেন্টই দেখাতে পারছ না। তিনশর বেশি রান করেছো, স্ট্রাইকরেটের দিকে একবার চেয়ে দেখো।’
দিল্লির আর ম্যাচ বাকি ৬টি। ৬ ম্যাচে তারা কামব্যাক করতে পারবে বলে মনে করেন না হরভজন। তিনি জানান, ওরা কামব্যাক করতে পারবে বলে মনে হয় না। এর সব দোষ ওয়ার্নারের। ও ভালোভাবে দলকে গাইড করছে না, নিজের বাজে ফর্ম ইস্যু তো আছেই। ব্যাপারটা খুবই অসন্তোষজনক।’
কিউটিভি/আয়শা/৩০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:০০