ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে প্রাণ গেল ১১ জনের

Ayesha Siddika | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ - ০১:২৮:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় ফেরিটিতে মোট ৭৪ জন যাত্রী ছিলেন। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী দেশ সিঙ্গাপুর লাগোয়া তানজুং পিনাংয়ের দিকে যাত্রা শুরুর প্রায় ৩০ মিনিট পর লগের (গাছের গুঁড়ি) সঙ্গে ফেরিটির ধাক্কা লেগে থাকতে পারে। যার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 
 
এদিকে, এখনও নিখোঁজ একজনের খোঁজে অনুসন্ধান চলছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্য আসছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।

 

 

 

কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/দুপুর ১:১৮

▎সর্বশেষ

ad