
আন্তর্জাতিক ডেস্ক : নারীদের প্রতি আরোপিত সব ধরনের বিধিনিষেধ দ্রুত প্রত্যাহার করতে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে এ–সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়, , নারীদের ওপর তালেবানের নিষেধাজ্ঞা মানবাধিকার ও মৌলিক মানবিক মূল্যবোধের লঙ্ঘন।
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন,“আমরা তালেবানের নারী ও মেয়েদের নিপীড়নের পক্ষে দাঁড়াবো না। এই সিদ্ধান্তগুলি অমার্জনীয়। পৃথিবীর আর কোথাও এমন দেখা যায় না।”তালিবানদের এই সিদ্ধান্ত আফগানিস্তানের অপূরণীয় ক্ষতি করছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সেনাদের বিদায়ের পর ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে তালেবান। ক্ষমতায় ফিরেই নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করতে থাকে তালেবান। বিশেষত নারীদের উচ্চশিক্ষা, চাকরি, বিনোদনকেন্দ্রে যাওয়া, বাইরে ঘোরাফেরার মতো মৌলিক কাজগুলোয় বাধা দেওয়া হয়।
কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/দুপুর ১:১২