যুগ্মসচিব ইফতেখার চাকরি থেকে সাময়িক বরখাস্ত

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৭:৪৫:০৩ পিএম

ডেসন্ক নিউজ : বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এমন তথ্য মিলেছে। এরআগে খাদ্য অধিদফতরের উপপরিচালক (সংস্থাপন) হিসেবে কর্মরত ছিলেন ইফতেখার। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৫ সালে ইফতেখার আহমেদের বিরুদ্ধে শাহবাগ থানায় করা একটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

গত ২৪ জানুয়ারি সেটি গৃহীত হয়েছে। যে কারণে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নম্বর আইন) এর ধারা (২) অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad