ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে শফিউদ্দিনের সাক্ষাৎ

Ayesha Siddika | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ - ০৭:০৬:৫০ পিএম

ডেস্ক নিউজ : সফররত সেনাপ্রধানকে সাউথ ব্লক লনে গার্ড অব অনার দেয়া হয় এবং পরে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডের সাথে সাক্ষাৎ করেন। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পরে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সাথে সাক্ষাৎ করেন। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো অনুসারে ডিফেন্স প্রোডাকশন (ডিডিপি) এবং আর্মি ডিজাইন ব্যুরো দ্বারা ভারতীয় দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ইকো-সিস্টেম সম্পর্কেও তাকে ব্রিফ করা হয়েছিল।

সফরের সময় ভারতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম (সিইউএনপিকে) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং (বিআইপিএসওটি) এর মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং প্রশিক্ষণ সহযোগিতার জন্য একটি ‘বাস্তবায়ন ব্যবস্থা’ সই হয়।

সফররত বাংলাদেশের সেনাপ্রধান আগামী ২৯ এপ্রিল চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমির কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন। সফরকালে তিনি ভারতের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক নেতৃত্বের সাথে সাক্ষাৎ করবেন। বুধবার (২৭ এপ্রিল) ভারতে যান সেনাপ্রধান শফিউদ্দিন। ৩০ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৭ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৬

▎সর্বশেষ

ad