ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে চারস্তরের নিরাপত্তা

uploader3 | আপডেট: ২১ এপ্রিল ২০২৩ - ০৪:০১:৫৫ পিএম

ডেস্ক নিউজ : ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সেখানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন ৩৫ হাজার মুসুল্লি। নাশকতার কোনো আশঙ্কা না থাকলেও চারস্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে পুলিশ ও র‌্যাব। বিশেষ করে ভিভিআইপি, ভিআইপি এবং রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য থাকছে নিশ্চিদ্র নিরাপত্তা।

দরজায় কড়া নাড়ছে ঈদ। সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্টিত হবে জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতিসহ রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন সেখানে। যাবেন সর্বস্তরের মুসুল্লিরাও। নির্বিঘ্নে নামাজ আদায়ে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

শুক্রবার সকালে ঈদগাহ ময়দানে আসেন ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা। মাঠের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি রোধে কাজ করছে ডগ স্কোয়ার্ড, বোম ডিসপোজাল ইউনিট, সোয়াত টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী। 

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জায়নামাজ ব্যতিত অন্য কোনো ব্যাগ বা অন্য কোনো দ্রব্যাদি আনা যাবে না। 

 

ডিএমপি কমিশনার জানান, কোনো নাশকতার তথ্য নেই। তারপরও সব ধরনের প্রস্তুতি আছে। 

 

খন্দকার গোলাম ফারুক বলেন, সুনির্দিষ্ট কোনো হুমকি নেই যেহেতু এটা সর্ববৃহৎ জামাত সেজন্য সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। অতীতে শোলাকিয়াহ মাঠে একটা দুর্ঘটনা ঘটেছিল তাই অতীতের ঘটনাকে প্রাধান্য দিয়ে এই নিরাপত্তা।

 

এরপর আসেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের মহাপরিচালকসহ সিনিয়র কর্মকর্তারা। মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারাও। 

 

র‌্যাব মহাপরিচালক জানান, শুধু জাতীয় ঈদগাহ নয়, দেশের সব জায়গায়ই সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা। 

র‌্যাব পরিচালিক এম খুরশীদ হোসেন বলেন, “যে কোনো নাশকতা-হামলা মোকাবেলায় র‌্যাব কমান্ডো টিমকে সার্বক্ষনিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার মাধ্যমে নাশকতাসহ যে কোনো ধরনের পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা করা হবে।”

নির্ধারিত সময়ে প্রাকৃতিক দুর্যোগ হলে বিকল্প ব্যবস্থায় সকাল নয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে হবে ঈদের প্রধান জামাত।

কিউটিভি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০১

▎সর্বশেষ

ad