
স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় লিডের ভিত পেয়েছে বাংলাদেশ।
চা বিরতিতে যাওয়ার আগে টাইগারদের সংগ্রহ ৬৪ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান। এখন পর্যন্ত ১০২ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
বুধবার আগের দিনের ২ উইকেটে ৩৪ রান নিয়ে নতুন দিন শুরু করে বাংলাদেশ। তবে আর ৬ রান যোগ হতেই বিদায় নেন মুমিনুল হক।
দলীয় ৪০ রানে ৩ উইকেট হারানোর পর সাকিব আল হাসানের সঙ্গে পঞ্চম উইকেটে ১৫৯ রানের জুটি উপহার দেন মুশফিক।
সাকিব আউট হন ব্যক্তিগত ৮৭ রানে। এরপর লিটন দাসের সঙ্গে পঞ্চম উইকেটে মুশফিক যোগ করেন ৮৭ রান। লিটন ব্যক্তিগত ৪৩ রানে ফিরেছেন। এখন মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
মুশফিক ১২৪ ও মিরাজ ১৮ রানে অপরাজিত আছেন।
কিউটিভি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:০৬