
স্পোটৃস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টেস্টেও সেঞ্চুরির দেখা পেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চাপের মুখে সাকিব আল হাসানের সঙ্গে দারুণ জুটি গড়েন। সাকিব কাছে গিয়ে ফিরলেও মুশফিক ঠিকই সেঞ্চুরির স্বাদ নিয়েছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বুধবার সেঞ্চুরির আনন্দে মাতেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তিন অঙ্কের স্কোরে পৌঁছান ৩৫ বছর বয়সী ক্রিকেটার।
৮৫তম টেস্টে মুশফিকের এটি ১০ম সেঞ্চুরি। এর আগে মুশফিক তার শেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন গত বছর। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হওয়া সেই সিরিজে জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি। মুশফিকের মতো টেস্টে ১০টি সেঞ্চুরি রয়েছে তামিম ইকবালেরও। সবচেয়ে বেশি ১১টি সেঞ্চুরি মুমিনুল হকের, সেটাও ৫৬ ম্যাচে।বাংলাদেশের পক্ষে এই ফরম্যাটে সবচেয়ে বেশি রান মুশফিকের। এদিন তিনি সেঞ্চুরি পূরণ করেছেন ১৩৫ বলে।
চার নম্বরে ব্যাট করতে নামা মুশফিক দলীয় ৪০ রানে ৩ উইকেট হারানোর পর সাকিবের সঙ্গে পঞ্চম উইকেটে ১৫৯ রানের জুটি উপহার দেন। সাকিব আউট হন ব্যক্তিগত ৮৭ রানে। এরপর লিটন দাসের সঙ্গে পঞ্চম উইকেটে যোগ করেছেন ৮৭ রান। লিটন ব্যক্তিগত ৪৩ রানে ফিরেছেন। এখন মুশফিকের সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এই প্রতিবেদন লেখার সময় ৫৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২৯০। মুশফিক ১১২ ও মিরাজ ৪ রান নিয়ে ব্যাট করছেন। আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২১৪ রান করেন। এখন পর্যন্ত ৭৬ রানের লিড পেয়েছে টাইগাররা।
কিউটিভি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:০০