আত্মসমর্পণের পথে ট্রাম্প, নিউ ইয়র্কে বাড়তি নিরাপত্তা

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ১০:৫১:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আর কয়েক ঘণ্টার মধ্যেই আদালতে আত্মসমর্পণ করতে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৪ এপ্রিল) নিউ ইয়র্কের আদালতে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার আগেই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে স্থানীয় সময় সোমবার (০৩ এপ্রিল) ব্যক্তিগত বিমানে করে নিউ ইয়র্কে পৌঁছান ট্রাম্প। এরপর নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে যান এবং রাতে সেখানেই অবস্থান করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখাসহ ব্যবসায়িক জালিয়াতির সাথে সম্পর্কিত ৩০টিরও বেশি অভিযোগের মুখোমুখি হবেন ট্রাম্প। যদিও অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

৭৬ বছর বয়সী ট্রাম্প ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। অবশ্য যেকোনো ধরনের অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ট্রাম্প যুক্তরাষ্ট্রে যে পরিস্থিতি তৈরি করেছিলেন, এবারও সে রকম পরিস্থিতির আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেয়নি নিউ ইয়র্ক পুলিশ। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতোমধ্যে ট্রাম্প টাওয়ার, ম্যানহাটানের আদালত এবং আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তবে নিউ ইয়র্ক পুলিশ এখনো আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির আশঙ্কা খুব বেশি দেখছে না। এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের ওপর এখনো বড় ধরনের কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।

২০২০ সালের নির্বাচনে জো বাইডেন জয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ট্রাম্প দাবি করেছিলেন, প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন, কিন্তু তার বিজয়কে কারচুপির মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে সমর্থকদের রাস্তায় নামার আহ্বানও জানিয়েছিলেন তিনি। তারপরই ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে রিপাবলিকানদের সেই হামলা সংঘটিত হয়।

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪৯

▎সর্বশেষ

ad