ফিল্ডিংয়ের সময় তামিমের চোট

Ayesha Siddika | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ০৪:০১:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ছেলের অসুস্থতার জন্য খেলা নিয়েই শঙ্কা ছিল তামিম ইকবালের। সেই শঙ্কা কাটিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটা খেলছেন এই বাঁহাতি ওপেনার। তবে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন তিনি। ব্যথায় কাতরাতে কাতরাতে ছেড়েছেন মাঠ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শুরু টেস্টের শেষ সেশনে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় চোট পান তামিম।

৫৯তম ওভারের প্রথম বলেই তাইজুল ইসলামকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকান অ্যান্ডু ম্যাকব্রাইন। বাউন্ডারি লাইনে তামিম ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন, পারেননি। এ সময় বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে সংঘর্ষ হয় তার। তৎক্ষণাৎ মাঠ ছেড়ে যান তামিম। তার চোট লেগেছে কনুইয়ে। সরাসরি চিকিৎসকের কক্ষে নেওয়া হয়েছে তাকে।

গত বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এই প্রথম টেস্ট খেলতে নেমেছেন তামিম। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলে বাংলাদেশ। চোটের কারণে সেই সিরিজে ছিলেন না অভিজ্ঞ এই ক্রিকেটার।

 

 

কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad