
বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’ সিনেমা দেখার পর থেকেই আল্লুভক্তরা অপেক্ষায় আছেন ‘পুষ্পা ২’-এর। কবে আসবে সেই সিনেমা, শুটিং শুরু হলো কি না, সব খবরই রাখছেন তার অনুরাগীরা। আর এসবের মাঝে আল্লুও খবরে এসেছেন বারবার।
কারণ, ‘পুষ্পা ২’-এর জন্য শাহরুখের ‘জওয়ান’ -কে না বলেছিলেন আল্লু। তবে এতসবের মাঝেও আল্লুভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন এ সিনেমার সঙ্গে সংশ্লিষ্টরা। জানা গেছে, বন্ধ হয়ে গেছে ‘পুষ্পা ২’-এর শুটিং।
জানা গেছে, গত বছরের শেষের দিকে সিনেমার কাজে হাত লাগিয়ে দিয়েছিলেন পরিচালক সুকুমার। আর আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার প্রথম টিজার। তবে সেসব কিছুই হয়নি উল্টো ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং আপাতত বন্ধ করে দিয়েছেন পরিচালক সুকুমার।
গত বছরের শেষের দিক থেকে শুরু হওয়া ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং বিশাখাপত্তনমে করেছিলেন আল্লু অর্জুন। তার পরে হায়দরাবাদেও এক দফা শুটিং সেরেছেন তিনি। তবে এখন পর্যন্ত সিনেমার যতটা শুটিং হয়েছে, তা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন পরিচালক। তাই আপাতত শুটিং বন্ধ রেখেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আপাতত শুটিং বন্ধ রাখলেও তিন মাস পর ফের শুটিংয়ে ফিরবে এ সিনেমার টিম। সে ক্ষেত্রে জুলাই-আগস্টে ফের শুরু হবে শুটিং। আর যদি তাই হয় তাহলে এ বছর সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলে ধারণা সবার।
কিউটিভি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৮