মেসি-পিএসজি বিচ্ছেদ সময়ের ব্যাপার!

uploader3 | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ০১:৪০:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ফরাসি ক্লাব পিএসজির ও লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে অনেকদিন। বিভিন্ন সময় এ সংক্রান্ত অনেক খবরই সামনে এসেছে। সবশেষ যে খবর, তাতে আর্জেন্টাইন অধিনায়ক যেকোনো সময় প্যারিস ছাড়তে পারেন।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ তাদের খবরে বলেছে, পিএসজি ও মেসির মধ্য বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার।

আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। তবে কাতারি মালিকাধীন ফরাসি ক্লাবটি তাকে রেখে দিতে চাইছে। কিন্তু মেসির সঙ্গে চুক্তি নবায়নের ক্ষেত্রে কিছু জটিলতাও আছে।

চুক্তি নবায়ন করলে আগামী মৌসুমে মেসির যে বেতন হবে, সেটা দিতে গেলে ক্লাবের আর্থিক হিসাব-নিকাশ ঠিক রাখতে সমস্যা হবে। সে ক্ষেত্রে অন্য ফুটবলারদের বেতন কমাতে হবে ক্লাবকে। এ কারণে তারা চাইছে মেসির বেতন ৩০ শতাংশ কমাতে।

কিন্তু মাসে ৩৩ লাখ ৭০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি টাকা) পারিশ্রমিক পাওয়া আর্জেন্টাইন তারকা তাতে রাজি নন। চাওয়া অনুযায়ী পারিশ্রমিক না পেলে মেসি প্যারিস ছেড়ে চলে যাবেন বলেও খবর দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যম।

এদিকে মেসিকে যেন আপন করে নিতে পারেননি প্যারিসের সমর্থকরা। না হলে নিয়মিত তাকে দুয়ো শুনতে হবে কেন! রবিবার লিগ ওয়ানের ম্যাচের প্রথম একাদশে খেলতে নামেন মেসি। তার নাম ঘোষণা হতেই শিস দিয়ে ব্যঙ্গ করতে শুরু করেন দর্শকদের একাংশ। লিওঁর বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে হেরেছে পিএসজি। ম্যাচের পরও ছিল একই দৃশ্য।

এমন পরিস্থিতিতে লেকিপ তাদের কাভার স্টোরিতে পিএসজির সঙ্গে মেসির বিচ্ছেদ আসন্ন বলে জানিয়ে দিল।

কিউটিভি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৪০

▎সর্বশেষ

ad