
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় একটি সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার চালানো অভিযানে সিরিয়ায় একজন জ্যেষ্ঠ আইএসআইএস নেতা নিহত হয়েছেন।
মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, খালিদ আইদ আহমদ আল-জাবৌরি ইউরোপে হামলার পরিকল্পনার জন্য দায়ী ছিলেন এবং আইএসআইএসের নেতৃত্বের কাঠামো তৈরি করেছিলেন।
গত সপ্তাহে, রাশিয়ার তাস নিউজ খবর প্রকাশ করে, সিরিয়ায় মার্কিন সশস্ত্র বাহিনীর আইএসের বিরুদ্ধে ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ নিয়ে মস্কো যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানিয়েছে। সেন্টকম বলেছে, এই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি নিহত বা আহত হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, আইএসের শক্তি দুর্বল হলেও তারা মধ্যপ্রাচ্যে হামলা চালাতে সক্ষম এবং তারা মধ্যপ্রাচ্যের বাইরে হামলা চালানোর ইচ্ছা পোষণ করে।
খালিদ আইদ আহমদ আল-জাবৌরির মৃত্যু ‘সাময়িকভাবে’ গোষ্ঠীটির বহিরাগত আক্রমণের পরিকল্পনা ক্ষমতাকে ব্যাহত করবে।
কিউটিভি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১:২০