বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

uploader3 | আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ - ১১:৩৩:১৭ এএম

ডেস্ক নিউজ : রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট। যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। 

আইএসপিআর জানায়, রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। মার্কেটের ব্যবসায়ীরা জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন।

বঙ্গবাজারের আশপাশে সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মাইকিং করে  এলাকাবাসীকে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহবান জানানো হচ্ছে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস। 

আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

কিউটিভি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৩৩

▎সর্বশেষ

ad