এ মাসেই বাগদান পরিণীতি চোপড়ার

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ১০:৫০:৫০ পিএম

বিনোদন ডেস্ক : কিছু দিন আগে সমাজবাদী পার্টি নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন স্বরা ভাস্কর। এবার আবারও এক হচ্ছে রাজনীতি ও বলিউড। পরিণীতি ও রাঘব যদিও মুখে কুলুপ এঁটেছেন।

তবে পরিণীতির ঘনিষ্ঠ বন্ধু হার্ডি সান্ধু কিছু দিন আগেই ফাঁস করে দিয়েছিলেন গোপন কথা। এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ও আপ সাংসদ রাঘব চাড্ডাকে খোঁচা দিয়েছিলেন পরীণীতির সঙ্গে সম্পর্ক নিয়ে।

আদপে বিয়ে করছেন নাকি সবটাই গুঞ্জন? তা নিয়েও চলছিল জোর জল্পনা। এরইমধ্যে সামনে এলো বাগদানের তারিখ। জানা  গেছে, এ মাসের প্রথম দিকেই নাকি পরিবারের প্রিয়জনদের উপস্থিতিতে বাগদানটা সেরে ফেলতে চাইছেন তিনি। ইতিমধ্যেই নাকি দিল্লি পৌঁছে গিয়েছেন পরিণীতি। এমনকি তাকে বিমানবন্দর থেকে আনতে হাজির হয়েছিলেন রাঘবও। গণমাধ্যম বলছে, বাগদান সেরেই নাকি ছবির শুটিংয়ের কাজে লন্ডনে যাবেন পরীণিতি।

 
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad