মসজিদুল হারামে প্রায় এক কোটি মুসল্লি

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ১০:০০:৩৬ পিএম

ডেস্ক নিউজ : পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে পবিত্র মসজিদুল হারামে প্রায় এক কোটি মুসল্লি নামাজ ও ওমরাহ পালন করেছে। মক্কা ও মদিনার প্রবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মক্কার পবিত্র মসজিদুল হারামে ৯৩ লাখ ৫৭ হাজার ৮৫৩ জন নামাজ পড়েছে এবং ওমরাহ পালন করেছে। তাদের মধ্যে পাঁচ লাখ ৮৫ হাজার ৬০টি জমজম প্যাকেজ ও পুস্তিকা বিতরণ করা হয়। 

এদিকে রমজান মাসের প্রথম ১০ দিনের পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস। তিনি বলেন, হারাম শরিফে আগত প্রায় কোটি মুসল্লিকে সেবা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের নিষ্ঠাপূর্ণ কর্মতৎপরতার কারণে প্রশাসনিক ও মাঠ পর্যায়ের এই বিশাল সংখ্যক মুসল্লিকে সেবা দেওয়া হয়। 

সূত্র : গালফ টুডে

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad