ডেস্ক নিউজ : পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে পবিত্র মসজিদুল হারামে প্রায় এক কোটি মুসল্লি নামাজ ও ওমরাহ পালন করেছে। মক্কা ও মদিনার প্রবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মক্কার পবিত্র মসজিদুল হারামে ৯৩ লাখ ৫৭ হাজার ৮৫৩ জন নামাজ পড়েছে এবং ওমরাহ পালন করেছে। তাদের মধ্যে পাঁচ লাখ ৮৫ হাজার ৬০টি জমজম প্যাকেজ ও পুস্তিকা বিতরণ করা হয়।
তা ছাড়া বিভিন্ন ধরনের সামাজিক সেবা গ্রহণ করে দুই লাখ ৪৯ হাজার ৯০৬ জন এবং ৯ হাজার ৪৯৭ তরুণ দর্শকের হাতে ব্রেসলেট বিতরণ করা হয়। ছয় লাখ ৫৩ হাজার ৩৬৯ জনকে বিভিন্ন ভাষায় স্থানের নির্দেশনা দেওয়া হয়। আর মসজিদুল হারাম প্রাঙ্গণে ৩৫ হাজার কার্পেট বিছানো হয়।
এদিকে রমজান মাসের প্রথম ১০ দিনের পরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস। তিনি বলেন, হারাম শরিফে আগত প্রায় কোটি মুসল্লিকে সেবা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের নিষ্ঠাপূর্ণ কর্মতৎপরতার কারণে প্রশাসনিক ও মাঠ পর্যায়ের এই বিশাল সংখ্যক মুসল্লিকে সেবা দেওয়া হয়।
সূত্র : গালফ টুডে
কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/রাত ১০:০০