আক্রমণভাগ নিয়ে মধুর সমস্যায় রিয়াল কোচ

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ০৯:৫০:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : রোববার (২ এপ্রিল) লা লিগার ম্যাচে রিয়াল ভায়োদলিদকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর গোলের পর করিম বেনজেমার ৭ মিনিটের হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৪ গোলের লিড নেয় মাদ্রিদের দলটি। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন মার্কো অ্যাসেন্সিও ও লুকাস ভাজকেজ। দুটি করে অ্যাসিস্ট করেন ভিনিসিউস ও রদ্রিগো।

বুধবার রিয়ালের পরবর্তী খেলা কোপা দেল রে’তে বার্সেলোনার বিপক্ষে। সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কার্লো আনচেলত্তির দলের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই স্বস্তিজনক নয়। শেষ তিন ম্যাচেই জাভির দলের কাছে হেরেছে তারা। এ সময়ে দুটি গোল করলেও গোল হজম করেছে ছয়টি। তবে ভায়োদলিদের বিপক্ষে ম্যাচে দল যেভাবে খেলেছে তাতে এল ক্লাসিকো নিয়ে আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি। বড় জয় তো পেয়েছেই, সেই সঙ্গে ছন্দে ফিরেছেন ফরোয়ার্ডরা।

ফরোয়ার্ডদের এমন পারফরম্যান্স রীতিমতো মধুর বিড়ম্বনায় ফেলে দিয়েছে আনচেলত্তিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আনচেলত্তি। সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী এই কোচ মনে করেন, এই ম্যাচের পর সবাই এল ক্লাসিকোর দলে থাকার দাবিদার।
তিনি বলেন, ‘আমরা ৪-৪-২ ফরমেশনে শুরু করেছিলাম এবং এরপর আমরা রদ্রিগোর পজিশনে বদল আনি, (মার্কো) অ্যাসেন্সিও আরও স্বাধীনতা নিয়ে খেলেছে। এটা আসলে নির্ভর করে প্রতিপক্ষের খেলার ধরনের ওপর। প্রথমার্ধে রদ্রিগোকে মাঝে খেলানোর চেয়ে উইংয়ে রাখাই ভালো ছিল, কারণ উইঙ্গারকে আটকাতে তাদের সমস্যা হচ্ছিল।’

তিনি যোগ করেন, ‘(আক্রমণের) সামনের চারজন খেলোয়াড় সব দিক দিয়েই ভালো করেছে। করিম সাত মিনিটে তিনটি গোল করেছে এবং এর অর্থ হল (আন্তর্জাতিক) বিরতিতে সে যে কাজ করেছে, তা খুব কাজে এসেছে। রদ্রিগো খুব ভালো অবস্থায় আছে। বুধবারের (ক্লাসিকো) জন্য লাইনআপ বেছে নেওয়া খুব কঠিন হবে, এটি কোনো সাধারণ ম্যাচ নয়, কারণ আমরা লড়াইয়ে পিছিয়ে আছি এবং আমাদের কিছু একটা করতে হবে। ম্যাচটা ১২০ মিনিটের হতে পারে।’

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/রাত ৯:৪৮

▎সর্বশেষ

ad