চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে মিলানের কাছে বড় হার নাপোলির

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ০৭:২৫:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : সোমবার (৩ এপ্রিল) দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে সফরকারী এসি মিলানের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে স্বাগতিক নাপোলি। জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও। বাকি গোল দুটি করেন ব্রাহিম দিয়াজ ও অ্যালেক্সিস স্যালেমিকার্স। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে নাপলি। দীর্ঘদিন লিগ শিরোপা না জেতা দলটি এই মৌসুমে অপেক্ষা করছে শিরোপা উৎসবের। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে আছে লুসিয়ানো স্প্যালোত্তির দল। লিগের বাকি আর মাত্র ১০ ম্যাচ।

চ্যাম্পিয়ন্স লিগেও উড়ছে ভিক্টর অসিমহেন ও কাভিচা কাভারৎসখেইলার দল। প্রথমবারের মতো উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ সিরি আ’র জায়ান্ট এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সফলতম দল এসি মিলানের বিপক্ষে সে মহারণের আগে অবশ্য লিগেই হয়ে গেল সে লড়াইয়ের ড্রেস রিহার্সাল। নিজেদের মাঠে সে লড়াইয়ে অবশ্য হতাশাজনক ফল করেছে দুর্দান্ত ফর্মে থাকা দলটি। মৌসুমে তৃতীয় হারের স্বাদ পেয়েছে দলটি। শেষ পাঁচ ম্যাচেই দ্বিতীয় হার এটি।

নিজেদের মাঠে বল দখলে ও আক্রমণে  এগিয়ে থাকলেও কার্যকরি আক্রমণে এগিয়ে ছিল এসি মিলানই। নাপোলি যেখানে মোটে ৪টি শট লক্ষ্যে রাখতে সমর্থ হয়, সেখানে রজেনেরিদের ৮টি শট লক্ষে ছিল। ম্যাচের ১৭ মিনিটের মাথায় ব্রাহিম দিয়াজের পাসে পর্তুগিজ উইঙ্গার রাফায়েল লিয়াও গোল করে এগিয়ে দেন মিলানকে।  ৮ মিনিট পর নিজেই গোল করেন দিয়াজ। ইসমায়েল বেনাকারের ক্রস থেকে পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে স্তেফান পিউলির দল। ৫৯ মিনিটে লিয়াও ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন। নাপোলি ডিফেন্ডার আমি রাহমানিকে কাটিয়ে জোরাল শটে গোল করেন এই পর্তুগিজ। ৮ মিনিট পর চতুর্থ গোলটি করেন বদলি হিসেবে নামা স্যালেমিকার্স। চলতি মৌসুমে এটি রোজেনেরিদের সবচেয়ে বড় জয়। এদিন ভিক্টর অসিমহেনকে ছাড়া খেলতে নামা নাপোলি এই নাইজেরিয়ানের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিগের শীর্ষ দলের বিপক্ষে এমন জয় আত্মবিশ্বাস জোগাবে এসি মিলানকে। এই জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে এসি মিলান। ২৮ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট তাদের দখলে। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপলি। 

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

▎সর্বশেষ

ad