
স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত খেলে কয়েক দিন আগে ফ্রান্সে এসেছেন লিওনেল মেসি। পানামার বিপক্ষে এক গোলের পর কুরাসাওয়ের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। তবে পিএসজির জার্সিতে বিবর্ণ মেসি। রবিবার রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লিঁওয়ের কাছে ১-০ ব্যবধানে হেরেছে পিএসজি। এই হারের জন্য মেসিকে অভিযুক্ত করে দুয়ো দিয়েছে পিএসজির সমর্থকরা। বিষয়টি মোটেও ভালো লাগেনি ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির।
মেসির সিদ্ধান্ত কী হবে তা অবশ্য জানা নেই অঁরির। বার্সা ছাড়ার সময় মেসির তিক্ত অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে অঁরি বলেন, ‘সে (মেসি) কী করবে জানি না। কারণ বার্সেলোনার হয়ে সব কিছু করার পরও যে প্রক্রিয়ায় সে ক্লাব ছেড়েছিল, সেটা আমার পছন্দ হয়নি। ফুটবলপ্রেমের জন্য হলেও তার বার্সেলোনায় ফিরে যাওয়া উচিত।’
কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৪