জন্মদিনে দুঃসংবাদ পেলেন তাসকিন

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ০৫:০৩:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : আজ সোমবার ২৮ বছর পূর্ণ হলো জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের। অথচ জন্মদিনেই দুঃসংবাদ পেলেন তিনি। এ দিনই জানতে পারেন, চোটের কারণে মঙ্গলবার সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে তার খেলা হচ্ছে না।

এ ব্যাপারে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন সংবাদমাধ্যমকে জানান, এখনো আমরা রিপোর্ট হাতে পাইনি। তবে যতদূর জানি, তাসকিনের পুরনো চোট রয়েছে। সাইডস্ট্রেইন ক্যারি করছিল আগে থেকেই। টি-টোয়েন্টি সিরিজে তা আরও একটু বেড়েছে। চাইলে এই টেস্টেও ওকে খেলানো যেত। তবে সেক্ষেত্রে আবার চোট বেড়ে গেলে লম্বা সময়ের জন্য বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকত।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা পেসার বলা যায় তাসকিনকে। তিন সংস্করণের দলেই তিনি অপরিহার্য। তবে চোট তার পিছু লেগে আছে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর অনেক আগে থেকেই। গত দুই বছরে অবশ্য নিজেকে অনেকটাই বদলে ফেলে নতুন রূপে আবির্ভূত হয়েছেন তিনি। তবে এ অধ্যায়েও চোট হানা দিয়েছে বারবার। তাসকিন ছিটকে যাওয়ায় বাংলাদেশের স্কোয়াড আপাতত ১৩ জনের। 

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০২

▎সর্বশেষ

ad